মিরপুরে সহকর্মী শ্রমিককে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর মিরপুর এলাকায় কাজ পাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে আল আমিন (৩০) নামে এক শ্রমিককে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু, পরে সেটিকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ আল আমিনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

আজ রোববার (১০ মার্চ) সকালে শাহআলী থানার মুক্ত বাংলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান মিরপুর বিভাগের এডিসি মাসুক মিয়া।

মাসুক মিয়া বলেন, শাহআলী এলাকায় একটি মার্কেটে কাজ করা শ্রমিকদের সামান্য বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় মারধরে আল আমিন মারা যান।

মাসুক মিয়া বলেন, আল আমিন শাহআলী এলাকার একটি মার্কেটের সামনে কাজের সন্ধানে যান। সেখানে রনি নামে এক শ্রমিকের সঙ্গে এক ব্যক্তির কাজ করা নিয়ে কথা হচ্ছিল কিন্তু সেই কাজটি আল আমিন পাওয়ার জন্য কথা বলা শুরু করেন। এতে শ্রমিক রনি তার ওপর ক্ষেপে যান। এ সময় রনি এসে হাতে থাকা কোদাল দিয়ে তার পেছন থেকে মাথায় কোপ দিলে ঘটনাস্থলে আল আমিন গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এরপর সকাল দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে আল আমিনের মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ আল আমিনের মরদেহ উদ্ধার করে। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এদিকে শাহ আলী থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, রনি নামে এক শ্রমিক আল আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। রনির নাম পাওয়া গেলেও তার ঠিকানা পাওয়া যায়নি। ফলে তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহত আল আমিন একজন দিনমজুর।