প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের জানাজা অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের টেনিস গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর প্রেসসচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে এই বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজা নামাজের আগে তার ছেলে আভাস বলেন, ‘আমার বাবা সাংবাদিক পরিবারের একজন সদস্য ছিলেন। তিনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। তার কাছে কেউ কিছু পাওনা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।’ 

জানাজার নামাজ শেষে ইহসানুল করিমের মরদেহে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

ইহসানুল করিম গতকাল রোববার রাত ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ১৯৪৯ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।