দ্বিতীয় দিনের মতো জাবির প্রশাসনিক ভবন অবরোধ

Looks like you've blocked notifications!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে আজ মঙ্গলবারও তালা দিয়ে অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ওই হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপরাধ তদন্ত করাসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবারও (১২ মার্চ) প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে শিক্ষক-শিক্ষার্থীদের প্লাটফর্ম নিপীড়নবিরোধী মঞ্চ।

গতকাল সোমবার (১১ মার্চ) সকালে প্রশাসনিক ভবনে প্রবেশ করার সবগুলো গেটে তালা লাগিয়ে দেয় সংগঠনটি। আজ মঙ্গলবারও দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি অব্যাহত রয়েছে। তাই আজও প্রশাসনিক ভবনে কোনো কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারেননি।

নিপীড়নবিরোধী মঞ্চের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—ধর্ষক ও তার সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, অনাবাসিক শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা, র‌্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনা।

আন্দোলনকারীরা জানান, পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।