গোপালগঞ্জের ব্রোঞ্জ গহনাকে জিআই পণ্য হিসেবে আবেদন উপলক্ষে ডিসির ব্রিফিং

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জ গহনাকে জিআই পণ্য হিসেবে আবেদন উপলক্ষে আজ মঙ্গলবার প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক। ছবি : এনটিভি

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জ গহনাকে জিআই (ভৌগলিক নির্দেশক) পণ্য হিসেবে আবেদন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক। এ ব্যাপারে আজ মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসকের স্বচ্ছতা কক্ষে প্রেস ব্রিফিং করা হয়।

প্রেস ব্রিফিংয়ে কাজী মাহবুবুল আলম জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনাকে জিআই পণ্য হিসাবে স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছে। এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জের মধুমতি নদীর মিঠা পানির কারণে ব্রোঞ্জ গহনার রং ভালো ও টেকসইসহ এখানকার ব্রোঞ্জের গহনার বিভিন্ন বিশেষত্ব তুলে ধরেন।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) এর প্রেসিডেন্ট কাকলী তালুকদার, পরিচালক (যোগাযোগ) পলাশ চন্দ্র শীল (প্রতাপ), ট্রেজারার উম্মে শাহেরা অনিকা, রূপস হেভেনের প্রতিষ্ঠাতা কাজী মেহের জাবিন রাখিসহ জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।