আট হাজার টন চিনি কিনবে সরকার

Looks like you've blocked notifications!
চিনির ফাইল ছবি

চিনির দাম নিয়ে আলোচনা সমালোচনার কমতি নেই। আছে ভোজ্য তেল সয়াবিন নিয়েও। এমন এক মুহূর্তে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) এলো চিনি কেনার সিদ্ধান্ত। জানা গেল, সরকার প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে আট হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এমন প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি  ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার ১৫৫ টাকা ৯৭ পয়সা দরে সয়াবিন কেনা হবে। একইসঙ্গে ১০৪ টাকা ৯০ পয়সা কেজি দরে ছয় হাজার টন মসুর ডালও কিনবে সরকার।

এ ছাড়া রাশিয়া থেকে প্রতি টন ২৮৮ মার্কিন ডলার দরে তিন লাখ টন গম আমদানি কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।

প্রতি মেট্রিক টন ৫৮১ মার্কিন ডলার দরে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি।