স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

Looks like you've blocked notifications!
জাতীয় স্মৃতিসৌধ। ফাইল ছবি

আগামী ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ২৫ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত ১২ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।   

ওই নোটিশে বলা হয়, মহান স্বাধীনতা দিবস–২০২৪ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য ১২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ সংরক্ষিত থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘১২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ সংরক্ষিত ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্য বর্ধনের কাজ করা হচ্ছে। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন।’

এরপর শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন সর্বসাধারণ বলেও জানান মিজানুর রহমান।