মুন্সীগঞ্জে চলছে তিতাসের অভিযান

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জর গজারিয়ায় আজ শনিবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  ছবি : এনটিভি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মুন্সীগঞ্জে অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ শনিবার (১৬ মার্চ) সকাল ১১টা থেকে গজারিয়ার বাউশিয়া পুরাতন ফেরি ঘাট এলাকা থেকে অভিযান শুরু করে তিতাস। অভিযানের শুরুতে কাজী ফার্মস লিমিটেড সংলগ্ন অবৈধ একটি ঢালাই লোহা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা এই অভিযান চলবে।

অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এন এম আবদুল্লাহ আল মামুন।

অন্যান্যর মধ্যে রয়েছেন তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম, মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার অ্যান্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম।