পানগাঁও টার্মিনালকে লাভজনক করতে হবে : সালমান এফ রহমান

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে (আইসিটি) লাভজনক করতে হবে। এখানে সরকারের হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করা হয়েছে। আজ শনিবার (১৬ মার্চ) ঢাকা জেলার কেরাণীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান আরও বলেন, ‘পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজেক্ট। সবাই মিলে একযোগে কাজ করে এটিকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল উপস্থিত ছিলেন।