জবি সহকারী প্রক্টর ও শিক্ষার্থী আম্মানের বিরুদ্ধে মামলা

Looks like you've blocked notifications!
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা। ইনসেটে ফাইরুজ অবন্তিকা

ফেসবুকে স্টাটাস দিয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠিকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে।  আজ শনিবার (১৬ মার্চ) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে মামলাটি করেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীর নাম উল্লেখ করে আত্মহত্যার প্ররোচনায় মামলাটি দায়ের করেছেন। তিনি  আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল শুক্রবার রাতে কুমিল্লার বাগিচাগাও এলাকার অরণী ভিলায় নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। এর আগে তিনি তার ফেসবুক আইডি থেকে সহপাঠী আম্মান ও প্রক্টরকে দায়ী করে পোস্ট দেন। তার মৃত্যুর ঘটনায় আজ উত্তাল ছিল জবি। অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও।

এদিকে, আজ দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে কুমিল্লা সরকারি কলেজ ক্যাম্পাসে জানাজার নামাজ শেষে শাসনগাছার পারিবারিক কবরস্থানে বাবা অধ্যাপক জামাল হোসেনের কবরের পাশে শায়িত করা হয় অবন্তিকাকে। 

মেয়ে হারিয়ে ভেঙে পড়েছেন তাহমিনা শবনম। গত বছর দুরারোগ্য ব্যাধিতে ভুগে মারা যান তার স্বামী অবন্তিকার বাবা কুমিল্লা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক জামাল হোসেন। এর এক বছরের মধ্যেই হারালেন মেয়েকে। অবন্তিকার ছোট ভাই জারিফ জাওয়াদ অপূর্ব এবার কুমিল্লা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বড়বোনকে হারিয়ে বাকরুদ্ধ সে।