ময়মনসিংহ সিটি কাউন্সিলর লিটনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার চাইলেন এমপি মোহিত

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত (বামে) ও মসিক কাউন্সিলর সামছুল হক লিটন

ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলর সামছুল হক লিটনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি চেয়েছেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। গ্রেপ্তার চেয়ে তিনি তার ফেসবুকে পেজে লিখেছেন, ‘২৭ নং ওয়ার্ড কাউন্সিলার লিটন ভাইয়ের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করি।’

শুক্রবার রাত সাড়ে ১১র দিকে কাউন্সিলারের বাসার কাছে  মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহীনুর ইসলামের সমর্থকদের সঙ্গে কাউন্সিলার লিটনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে শাহীনুরের সমর্থক শরীফ আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে কাউন্সিলর লিটন তার খোঁজ নিতে হাসপাতালে যান। হাসপাতালের সামনেই তার ওপর চড়াও হন শাহীনুরের সমর্থকেরা। পরে গুরুতর আহত লিটনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।