সাপের কামড়ে নারীর মৃত্যু

Looks like you've blocked notifications!
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সাপের কামড়ে মৃত নারী আল্লাদী বেগম। ছবি : এনটিভি

রান্নার কাজের জন্য ঘরের মাচা থেকে পাটখড়ি নামাতে গিয়ে সাপের কামড়ে আল্লাদী বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টায় আহত অবস্থায় ওই নারীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর এক কন্যা সন্তান রয়েছে।  

মৃত আল্লাদী বেগম তারাবুনিয়া ইউনিয়নের পর্দানিয়া কান্দির গোলাম হোসেনের স্ত্রী।
মৃত আল্লাদীর নিকটাআত্মীয় মহিন উদ্দিন হাওলাদার জানান, ইফতারের পর বসতঘরের মাচা থেকে পাটখড়ি নামাতে গিয়ে সাপের ছোবলের শিকার হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. বিপ্লব সরকার বলেন, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।