বকেয়া বেতন না দিয়ে স্টিল মিল বন্ধ

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আজ সোমবার বকেয়া বেতন না দিয়ে স্টিল মিল বন্ধ করায় চাষাড়া-আদমজী-চিটাগাং রোড বন্ধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন না দিয়ে স্টিল মিল বন্ধ করায় চাষাড়া-আদমজী-চিটাগাং রোড বন্ধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। আজ সোমবার (১৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলের শ্রমিকরা সড়ক বন্ধ করে এই বিক্ষোভ করে। প্রায় আধাঘণ্টা তারা সড়ক অবরোধ করায় এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

জানা যায়, বন্ধ শারমিন স্টিল মিলস লিমিটেড অবিলম্বে চালু, বকেয়া মজুরি পরিশোধ, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবি আদায়ে শ্রমিকরা এ আন্দোলন করছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, শারমিল স্টিল মিলে প্রায় শতাধিক শ্রমিক কাজ করতো। গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। তাদের এই বেতন পরিশোধ না করেই গত ফেব্রুয়ারি মাসে স্টিল মিলটি বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ তাদের বেতন বুঝিয়ে দেওয়ার আশ্বাস বারবার দিলেও এখনও পর্যন্ত তারা তা পরিশোধ করছে না। এর ফলে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

এ বিষয়ে শারমিন স্টিল মিলের কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে যাওয়া শিল্পাঞ্চল পুলিশ (অঞ্চল-৪) নারায়ণগঞ্জ এর এএসআই ফরিদ বলেন, সড়ক অবরোধ করে আন্দোলন করায় যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছিল। আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তাদের বেতন বুঝিয়ে দেওয়ার বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলবো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এই আন্দোলন করেন। খবর পাওয়া মাত্রই আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।