মা-বাবার পাশে চিরনিদ্রায় কণ্ঠশিল্পী খালিদ
গোপালগঞ্জ শহরে পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ৮০-৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ আনোয়ার সাইফুল্লাহ। আজ মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে খালিদের মরদেহ পৌঁছায় গোপালগঞ্জ শহরের বাসায়।
খবর পেয়ে হাজার হাজার ভক্ত অনুরাগী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শিল্পীসহ সাধারণ মানুষ খালিদের মরদেহ এক নজর দেখতে ছুটে আসে তাঁর বাসায়। এরপর বাদ জোহর শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজা। পরে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিন। পৌর পুরাতন কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয় তাঁর মরদেহ।
গোপালগঞ্জে ১৯৬৫ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন খালিদ। তিনি মা-বাবার সাত সন্তানের মধ্যে সবার ছোট। গতকাল সোমবার বিকেলে রাজধারনীর গ্রিন রোডের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালিদ। নিয়ে যাওয়া হয় পাশেরই একটি বেসরকারি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে জানাজা হয়।
খালিদের স্ত্রী ও একমাত্র ছেলে থাকেন নিউইয়র্কে।