রাজধানীতে হঠাৎ বৃষ্টি, জলাবদ্ধতায় তীব্র যানজট
রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টির পর বিভিন্ন এরাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় সৃষ্টি অসহনীয় যানজট তৈরী হয়েছে। এমনিতেই প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে ঢাকায় যানজটের সৃষ্টি হয়। আজ মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ, রাজারবাগ, পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ি এলাকায় এ চিত্র দেখা যায় ।
কারওয়ান বাজারের হকার আউয়াল শেখ জানান, হঠাৎ ঝড়-বৃষ্টি আসায় আমার জিনিসপত্র সরাতে না সরাতেই ভিজে অনেক ক্ষতি হয়ে গেল। তারপরও রোজার সময় আবহাওয়াটা ঠান্ডা হওয়ায় ভালো লাগছে।
জানা যায়, দুপুরে বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে ইফতারের আগে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজট চারদিকে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানীর রাজারবাগ, পল্টন, শান্তিনগর ও গুলিস্তান এলাকায় একেবারে থমকে আছে যানবাহন। রাজারবাগ এলাকায় যানজটে আটকে থাকা যাত্রী জসিম উদ্দিন বলেন, বিকেলের বৃষ্টির পর থেকে রাজারবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজট, আরেকদিকে জলাবদ্ধতার কারণে গাড়ি সামনের দিকে এগোচ্ছে না। প্রায় এক ঘণ্টা পার হয়ে গেল, অথচ গাড়ি নড়ছে না।
বৃষ্টির পর সৃষ্ট যানজট নিয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্র্যাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমতিয়াজ বলেন, বিকেলের বৃষ্টির পর কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির শুরুতে যানচলাচল ধীরগতিতে ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। এর ফলে বর্তমানে রাস্তায় যানজট রয়েছে। যানজট নিয়ন্ত্রণ করতে আমরা কাজ করে যাচ্ছি।