যাত্রীর চাপে বিকল মেট্রোরেলের দরজা, ইফতারের আগে ভোগান্তি

Looks like you've blocked notifications!
সচিবালয় স্টেশনে যাত্রীরা একযোগে মেট্রোরেলে উঠতে গেলে দরজা বন্ধ করতে না পারায় কলাপস হয়ে যায়। ছবি : এনটিভি

রাজধানীতে দুপুরের পর টানা এক ঘণ্টা বৃষ্টির কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। এরমধ্যে বিকেল ৫ট থেকে সাড়ে ৫টা পর্যন্ত আধা ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ইফতারের আগ মুহূর্তে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে। সচিবালয় স্টেশনে হাজার হাজার যাত্রী একযোগে মেট্রোরেলে উঠতে গেলে দরজা বন্ধ করতে না পারায় কিছু সময়ের জন্য বিকল হয়ে পড়ে। এতে আধা ঘণ্টা মেট্টোরেল চলাচলা বন্ধ থাকে।  

রাজধানীতে আজ মঙ্গলবার দুপুরের পর হঠাৎ ঝড়ো বৃষ্টি নামে। এ সময়  রাজধানীর বিভিন্ন জায়গায় পানি জমে তীব্র যানজট সৃষ্টি হয়।  ইফতারের আগ মহূর্তে মানুষের ভিড় বেড়ে যায় মেট্রোরেলে। অফিস শেষে বাসায় ফেরা মানুষ নানা ভোগান্তিতে পড়ে। সচিবালয় স্টেশনে একটি ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলা হলেও বন্ধ না হওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। 

সংস্থাটি জানায়, মেট্রোরেলের দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছিল না। এ জন্য ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। কেন স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধ হচ্ছিল না, এর কারণ খুঁজতে টেকনিশিয়ানরা কাজ করেন।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া এনটিভি অনলাইনকে বলেন, আজ বৃষ্টির কারণে  অতিরিক্ত মানুষ মেট্রোতে চলাচল করে। তন্মধ্যে অফিস শেষে মানুষ হুমড়ি খেয়ে পড়ে স্টেশনগুলোতে। বিকেল ৫টায় মতিঝিল থেকে মেট্রোরেলটি যখন সচিবালয় স্টেশনে আসে তখন হাজার হাজার মানুষ একযোগে ট্রেনে ওঠার চেষ্টা করে। একপর্যায়ে মানুষের চাপে দরজা বন্ধ হয়নি। তখন দরজা কলাপস হয়ে যায়। তখন আধা ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে বিকেল সাড়ে ৫টায় পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।