যুবলীগনেতার চোখ উপড়ে দিল দুর্বৃত্তরা

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুর সদর হাসপাতালে আহত যুবলীগনেতা কামাল। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরে কামাল হোসেন নামে এক যুবলীগনেতাকে রড দিয়ে পিটিয়ে আহত ও খুঁচিয়ে চোখ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা কামালের ওপর অতর্কিত হামলা করে। তবে আজ মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে  আটকও করতে পারেনি পুলিশ। 

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

কামাল বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও স্থানীয় পোদ্দার বাজারের ফল ব্যবসায়ী। তিনি নন্দীগ্রামের আবুল হাশেমের ছেলে। 

কামাল বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীর অনুসারী হিসেবে পরিচিত। জিহাদী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন হত্যা মামলার প্রধান আসামি।

পুলিশ ও কামালের স্বজনরা জানায়, কামাল  ইফতারের পর বাড়ি থেকে পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন। নন্দীগ্রাম এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে রড দিয়ে খুঁচিয়ে তার চোখ উপড়ে ফেলে তারা। পরে তাঁকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

এরপর ঘটনাস্থল থেকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামালকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, কামালের অবস্থা আশঙ্কাজনক। তাঁর ডান চোখের অবস্থা ভালো নয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণও হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, কী কারণে, কারা কামালের ওপর হামলা করেছে তা তদন্ত চলছে। তাঁর পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।