কুমিল্লায় হত্যা মামলার ৪ আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
কুমিল্লায় কলেজছাত্র অর্ণব হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি : এনটিভি

কুমিল্লায় চাঞ্চল্যকর কলেজছাত্র অর্ণব হত্যা মামলার চার আসামিকে চার রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার গোপন সংবাদে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কলেজছাত্র অর্ণব হত্যা মামলার আসামি মো. মোজাম্মল হোসেন ওরফে জনি (২৫), ফয়সাল আহমেদ রিমন (২০), সাইফ আলী রিয়াদ (২২) ও মো. শুভকে (২২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গত ১৫ মার্চ কুমিল্লা নগরীর শাসনগাছায় লেগুনায় থেকে সড়কের মাঝখানে যাত্রী নামানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জামিল হাসান অর্ণব নামে এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। নিহত জামিল ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।