ঈদের সাত দিন আগে থেকে সড়কের নির্মাণকাজ বন্ধ থাকবে

Looks like you've blocked notifications!
ছবি : ইউএনবির প্রতিবেদন থেকে

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য দেশের সব সড়কে ঈদের সাত দিন আগে এবং ঈদের পরের তিন দিন নির্মাণকাজ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে সাধারণ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘যান চলাচল স্বাভাবিক রাখতে সব সড়কে নির্মাণকাজ বন্ধ থাকবে। সড়ক থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে রাখতে হবে। ঈদের সাত দিন আগে থেকে ঈদের পর তিন দিন পর্যন্ত সড়কে নির্মাণকাজ বন্ধ থাকবে।’

সভায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী ও শ্রমিক পরিবহণ নেতা শাহজাহান খান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।