টেকনাফে ৫ কৃষক অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

Looks like you've blocked notifications!

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে কৃষি কাজ করার সময় ৫ কৃষককে অপহরণের পর মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে হ্নীলার পানখালী এলাকার পাহাড়ি এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপহরণকারীরা। তাদের মুক্তিপণে পরিবারের কাছে ৩০ লাখ টাকা দাবি করেছে অস্ত্রধারীরা।

অপহৃতরা হলেন- হ্নীলা পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে মো. রফিক, শাহাজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫), আব্দুর রহিমের ছেলে মো. নুর (১৮) ও নুরুল আমিনের ছেলে আব্দু রহমান (১৫)।

বিষয়টি নিশ্চিত করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ।

রাশেদ মোহাম্মদ জানান, আমার ইউনিয়নের ৫ কৃষককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রসীরা। পরিবারের কাছে মুক্তিপণ হিসাবে ৩০ লাখ টাকা দাবি করা হয়। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

এদিকে মুক্তিপণ চেয়ে অপহৃত রফিকের বড় ভাই মো. শফিকের কাছে মুঠোফোনে ৩০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।

এ বিষয়ে শফিক বলেন, রফিক প্রতিদিনের মতো জুম চাষে পাহাড়ে যায়। কিন্তু সেহরি খেতে না আসায় তাকে খুঁজতে বের হই। পরে জানতে পারি তাদের পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফোনে মুক্তিপণ চেয়ে ৩০ লাখ টাকা দাবি করে অস্ত্রধারীরা। বিষয়টি আমি জনপ্রতিনিধিকে জানিয়েছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বলেন, ৫ কৃষককে অপহরণের বিষয়টি জানা গেছে। পুলিশ এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।