নওগাঁয় বেয়াইয়ের ছুরির আঘাতে বেয়াই নিহত, গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!
নওগাঁর মান্দা থানা। ফাইল ছবি

নওগাঁর মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে আজিবর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিবর রহমান উপজেলার ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নিহতের বেয়াই দেলোয়ার হোসেনকে (৪৮) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। দেলোয়ার হোসেন একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে উর্মি খাতুনের বিয়ে হয়। এটি ছিল তাদের প্রেমের বিয়ে। এ কারণে বিয়ের পর থেকেই উভয় পরিবারের মধ্যে বিরোধ লেগেই ছিল। মেয়ের বাবা দেলোয়ার হোসেন একজন ফল ব্যবসায়ী। বৈদ্যপুর বাজারের স্কুল মার্কেটে তার দোকান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে দুই বেয়াই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা চাকু নিয়ে বেয়াই আজিবর রহমানের পেটে ঢুকিয়ে দেয়। এতে আজিবর রহমান জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, ‘এ ঘটনায় মান্দা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত আজিবর রহমানের মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সেখানে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’