বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার : মঈন খান 

Looks like you've blocked notifications!

যে আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করে সে আওয়ামী লীগ কিভাবে মুক্তিযুদ্ধের শক্তি হতে পারে এমন প্রশ্ন রেখেছেন 

বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শুক্রবার (২২ মার্চ) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক ইফতারের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় নবীন দলের উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ আজ বাজারে গিয়ে সামান্য জিনিসপত্র কিনতে পারে না। প্রত্যেকটি জিনিসের দাম আকাশচুম্বী। কারণ মানুষের পকেট শূন্য। তিনি বলেন, যে আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করে, সে আওয়ামী কিভাবে মুক্তিযুদ্ধের শক্তি হতে পারে?

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষ, তারা বিত্ত-বৈভব চায় না। তারা চায় কথা বলার স্বাধীনতা। সরকার বন্দুক ও গায়ের জোরে ক্ষমতায় আছে। এই প্রক্রিয়ায় থাকায় কোন গৌরব নেই। এটা সরকারকে উপলব্ধি করতে হবে।