না ফেরার দেশে ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান

Looks like you've blocked notifications!
অধ্যাপক জিয়া রহমান। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (২৩ মার্চ) ভোর পৌনে চারটার দিকে  মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জানা যায়, আজ ভোরে শরীর খারাপ লাগলে তিনি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান আল শাফীকে ফোন করে তাঁর কাছে যেতে বলেন।

এ প্রসঙ্গে ড. হাসান আল শাফী বলেন, ‘জিয়া স্যার রাত সাড়ে তিনটায় আমাকে ফোন করে বলেন যে, উনার খুব খারাপ লাগছে, আমি যেন উনার বাসায় যাই।  এরপর দ্রুত সেখানে যাই। তিনি নিজেই লিফটে করে নিচে নামেন এবং লিফটের দরজা খোলার পরপরই তিনি আমার গায়ের ওপর পড়ে যান। প্রথমে তাঁকে মেঝেতে শুইয়ে দিই, পরে দারোয়ানের সহায়তায় গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাই। গাড়িতে থাকা অবস্থায়ও তাঁর শ্বাস-প্রশ্বাস ছিল। এরপর হাসপাতালে তাঁর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
শনিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক জিয়া রহমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
উল্লেখ্য, অধ্যাপক জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নীল দলের সিনিয়র সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়।
শিক্ষকতা জীবনের শুরুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক ছিলেন জিয়া রহমান। পরে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিজ্ঞান বিভাগে শিক্ষকতায় যোগ দেন তিনি।