মেঘনায় ট্রলারডুবির ঘটনায় দ্বিতীয় দিনে উদ্ধার কাজ চলছে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/23/bhairab_trolar_dubi_pic.jpg)
মেঘনায় বালু ভর্তি বাল্কগেটের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় একজন নিহত ও সাতজন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আজ শনিবার (২৩ মার্চ) দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার বা নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাননি বলে জানান তারা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।
ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন ও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে ভৈরব থেকে ২০ জন যাত্রী নিয়ে একটি ভ্রমণতরী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় পৌঁছালে একটি বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এতে ১২ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আটজন নিখোঁজ হয়। পরে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
এখনও সাতজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীরা হলেন- ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানা (৩২), স্ত্রী মৌসুমি (২৫), মেয়ে মাহমুদা (৭) ও ছেলে রায়সুল (৫) এবং যাত্রী আরাধ্য, বেলাল ও আনিকা আক্তার।
আজ শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আবার উদ্ধার কাজ শুরু করলেও এখন পর্যন্ত কোনো মরদেহ বা ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।