গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে দুজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জের কাশিয়ানীতে শনিবার ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক কৃষকসহ দুজনের মৃত্যুর পর পরিবারের আহাজারি। ছবি : এনটিভি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৪ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের পৃথক স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কালু শেখ নিশ্চিন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে এবং একই গ্রামের নিহত সনাতন বিশ্বাস মৃত বিশ্বম্ভর বিশ্বাসের ছেলে।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার বিকেলে নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫)  জমিতে ঘাস কাটতে যায়। পথিমধ্যে ওই গ্রামের ইরি ব্লকে হারুন মোল্লার টাঙিয়ে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায় কালু। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় খুঁজতে গিয়ে রাতে মৃত অবস্থায় কালুকে পড়ে থাকতে দেখে তার স্ত্রী।

অপরদিকে, একই গ্রামের বিলে মাছ ধরতে যাওয়া ছেলে বিশ্বজিৎ বিশ্বাস ফিরে না আসায় রাত সাড়ে ১০টার দিকে ছেলেকে খুঁজতে বের হন বাবা সনাতন বিশ্বাস (৬৫)। সনাতন বিশ্বাস তাজেন বিশ্বাসের ইরি-বোরো ধানের জমিতে টাঙিয়ে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। সনাতন ওই গ্রামের বিশ্বম্ভর বিশ্বাসের ছেলে।

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সনাতনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে রোববার সকালে কালু শেখের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জসীমউদ্দীন।