বিশ্ববিদ্যালয়ছাত্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
জয়পুরহাটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রহিম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে নিয়ে গেছে। ছবি : এনটিভি

জয়পুরহাটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রহিম হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

আজ রোববার (২৪ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে পাঁচ আসামি পলাতক রয়েছেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বেগুনবাড়ি গ্রামের ফরহাদ আলী সরদার ওরফে ঝন্টু, মাহমুদ তারিক ওরফে তারিক, আ. গফুর, সোহাগ,  তৌফিকুল ইসলাম, জুয়েল ওরফে বখতিয়ার ও হাসিবুল হাসান ওরফে হাসিবুল। 

মামলার বিবরণে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রহিম ২০০০ সালের ৭ জানুয়ারি ঈদ উদযাপন করতে নিজ বাড়ি জেলা আক্কেলপুর উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামে আসেন। ১১ জানুয়ারি বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর গভীর রাত পর্যন্ত আর ফিরে আসেননি। পরের দিন সকালে ওই গ্রামের পার্শ্ববর্তী এলাকার একটি পুকুরপাড় থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত ছাত্র আব্দুর রহিমের বড় ভাই আসাদুল ইসলাম বাবুল বাদী হয়ে থানায় মামলা করলে সেই মামলায় বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।