মুন্সীগঞ্জে সুপারবোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে

Looks like you've blocked notifications!
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সুপারবোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি : এনটিভি

রাতভর চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সুপারবোর্ড কারখানার অগ্নিকাণ্ড। তবে এখনো পুরোপরি নিভে যায়নি আগুন। গতকাল রোববার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও বর্তমান আগুন নির্বাপনে কাজ করছে পাঁচটি ইউনিট। আজ সোমবার (২৫ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের গজারিয়া ইউনিটের স্টেশন অফিসার রিফাত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

রিফাত মল্লিক জানান, দমকল বাহিনীর বিরামহীন চেষ্টায় রাত ৩টার দিকে  আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এখন আর আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তবে বিপুল পরিমাণে পাটখড়ি ও কাঠজাতীয় দাহ্য পদার্থ থাকায় পুরোপুরি নির্বাপন করা যাচ্ছে না আগুন। আগুন নেভাতে আরও সময় প্রয়োজন। পাশের মেঘনা নদী থেকে অনবরত পানি ছোড়া হচ্ছে অগ্নিকাণ্ডের স্থানে।

এদিকে, ১৯ ঘণ্টা পরেও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা যায়নি। এ বিষয়ে কাজ করে যাচ্ছে ফায়ারসার্ভিস। অন্যদিকে এরমধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দি এলাকায় মেঘনানদীর তীরে সুপারবোর্ড কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পরে পুরো গোডাউন এলাকায়। এতে ধসে পরে গোডাউনের কাঠামো। খবর পেয়ে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে একে একে ফায়ারসার্ভিস ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুন নেভানোর কাজে অংশ নিয়ে সাতজন আহত হয়।