নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

Looks like you've blocked notifications!

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন (৩৮) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে ভারতের মালদা জেলার মিলমারি এলাকায় এই ঘটনা ঘটে।

বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান।

নিহত আল আমিনের বাড়ি নওগাঁর পোরশা উপজেলার নিতপুর গ্রামের কলনীপাড়ায়। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক।
জানা গেছে, সোমবার রাতে ১০-১২ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে মালদা জেলার মধ্যে গরু আনতে যান। গরু নিয়ে আজ মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নের অওয়াতাধীন টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্য গরু ব্যবসায়ীরা পালিয়ে এলেও ভারতের মালদা জেলার মিলমারি এলাকায় আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বিএসএফ আল আমিনের মরদেহ নিয়ে যায়।

নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘আল আমিন ভারত থেকে গরু আনা-নেওয়ার কাজ করতেন। সে এলাকায় ভারতীয় গরু ব্যবসায়ী হিসেবে পরিচিত। আবার টাকার বিনিময়ে ভারত থেকে গরু নিয়ে আসতেন। গতকাল রাতে আল আমিন আরও ১০ থেকে ১২ জনের সঙ্গে গরু আনতে নিতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যান। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাঁদের তাড়া করেন। অন্যরা পালিয়ে আসতে পারলেও আল আমিন পারেনি। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান।’

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান জানান, বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মালদা জেলার মিলমারি এলাকায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে পেরে নিহত আল আমিনের মরদেহ ফেরত চেয়ে ভারতের ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নে ইতোমধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।