রমজানে মেট্রোরেলে কমেছে যাত্রী

Looks like you've blocked notifications!
মেট্রোরেল স্টেশনে টিকিট কাটতে যাত্রীদের ভিড়। ডিএমটিসিএলের ওয়েবসাইট থেকে নেওয়া ছবি

রমজানে মেট্রোরেলে কমেছে যাত্রী চলাচল। এই সংখ্যা ৪৪ হাজারের কাছাকাছি। রমজানের আগে প্রতিদিন দুই লাখ ৯০ হাজার থেকে দুই লাখ ৯৫ হাজার যাত্রী মেট্রোতে যাতায়াত করতেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের অফিসে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

ডিএমটিসিএলের এমডি বলেন, রমজানে যাত্রী যাতায়াত কমে গেছে। এখন দুই লাখ ৪৬ হাজারের মতো যাত্রী প্রতিদিন যাতায়াত করছে। যখন তিন লাখ যাত্রী যাতায়ত করে, তখন দেড় কোটি টাকার মতো আয় হয়। কিন্তু এখানে এমআরটি পাসের যাত্রীদের অর্থ জমা থাকার একটি বিষয় আছে। যে কারণে আমরা এটি ভেরিফাইডভাবে প্রকাশ করি না।