ময়মনসিংহে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে গ্রেপ্তার হওয়া শাহজাহান পুলিশের হেফাজতে। ছবি : এনটিভি

ময়মনসিংহের গৌরীপুরের নাপতের আলগী গ্রামে চাকরি দেওয়ার নামে কৌশলে ডেকে এনে জিম্মি করে অর্থ আদায় চক্রের সদস্য শাহজাহানকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাকসিদুল গাজি (২৭) নামে এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। তার বাড়ি খুলনার কয়রা ইউনিয়নে।

গৌরীপুর থানার ওসি (তদন্ত) আল ইমরান রাতে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শাহজাহান প্রথমে পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তি দেন। পরে ঠিকানা মতো কোনো চাকরিপ্রত্যাশী এলে তাকে নিজ বাড়িতে নিয়ে জিম্মি করে টাকা আদায় করে। একইভাবে দুদিন আগে খুলনার মাস্টার্স ডিগ্রিধারী মাকসিদুল গাজি নামে বেকার যুবক চাকরির জন্য ময়মনসিংহে আসে। আসার পর তাকে জিম্মি ককরা হয়। তার বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে লোকজন টের পেয়ে শাহজাহানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ শাহজাহানকে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগী মাকসিদুল গাজি বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা করেন।’

এর আগে একাধিকবার একই ধরনের অভিযোগে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।