চাষিরা বলে, দাম কমলে সাংবাদিকরা লেখে না : আব্দুর রাজ্জাক

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘রোজা শুরুর আগে বেগুনের দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। আমি আজ বেগুন কিনেছি এখন ২০ টাকায়। সব সবজির দাম কম। চাষিরা এখন বলে, সাংবাদিকরা তো বলে দাম বেশি। এখন দাম কমল, এটা তো লেখে না।’

আজ বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ড. রাজ্জাক। স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘ভূরাজনীতি ও বিশ্ব অর্থনীতি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কোনো ধারণা নেই। রিজভী মনে হয়, বম্বে মার্কা সিনেমা করছে। এটা সার্কাস না। তার ভূরাজনীতি ও বিশ্ব অর্থনীতি নিয়ে কোনো ধারণা নেই। সতেরশো মাইল আমাদের বর্ডার। এই বড় বর্ডার থাকা সত্ত্বেও আমাদের তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য হবে না, এটা সার্কাসের ক্রাউন ছাড়া অন্য কেউ বলতে পারে?’