জিয়া ছিলেন আওয়ামী লীগ সরকারের একজন বেতনভুক্ত কর্মচারী : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন। ছবি : বিটিভির সৌজন্যে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় জিয়াউর রহমান ছিল একজন বেতনভুক্ত কর্মচারী। জিয়াউর রহমান যে মেজর থেকে মেজর জেনারেল হলো, এই প্রমোশনটা কে দিল? আওয়ামী লীগ দিয়েছে৷’

আজ বুধবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।

‘মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়েছিল’ বলে বিএনপির এক নেতার এমন মন্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির এক নেতাকে বলতে শুনলাম, ২৫ মার্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়েছিল। আমি তাদের কাছে জানতে চাই, তাহলে যুদ্ধটা করল কে? আওয়ামী লীগ সরকারের সময় জিয়াউর রহমান ছিল একজন বেতনভুক্ত কর্মচারী। জিয়াউর রহমান যে মেজর থেকে মেজর জেনারেল হলো, এই প্রমোশনটা কে দিল? আওয়ামী লীগ দিয়েছে৷’

শেখ হাসিনা আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ এক কদম এগোতে পারেনি। আমি বলি, এক কদম এগোতে দেওয়া হয়নি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে আমরা প্রতিবেশীসহ অনেক দেশের সহায়তা পেয়েছি। আবার পেয়েছি, অনেক বড় বড় দেশের বৈরিতা। অবশ্য সে দেশের নাগরিকদের সমর্থনও পেয়েছি। যারা আমাদের স্বাধীনতায় সহায়তা করেছে, তাদের আমরা সম্মানিত করেছি, স্বীকৃতি দিয়েছি। একমাত্র বাংলাদেশই এটা করেছে। এতে বাংলাদেশও সম্মানিত হয়েছে।’