নামাজের সময় মসজিদের এসিতে অগ্নিকাণ্ড 

Looks like you've blocked notifications!
বরিশাল নগরীর চকবাজারের ঐতিহ্যবাহী এবায়দুল্লাহ জামে মসজিদে এসির অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি

বরিশাল নগরীর চকবাজারের ঐতিহ্যবাহী এবায়দুল্লাহ জামে মসজিদে বৈদ্যুতিক গোলযোগ থেকে এয়ারকন্ডিশনারে (এসি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে জোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

এর পর পরই ইমামের কক্ষে আগুন ধরে যায়। তখন মুসুল্লিরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসকে ফোন দিলে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। কেউ হতাহত না হলেও ইমামের কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ইসলামিক বই পুড়ে ছাই হয়ে যায়।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার রবিউল আলামিন বলেন, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এসিতে আগুন লাগতে পারে। এতে লাখ দুই টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।