পুকুরে ডুবে আপন ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!
চাঁদপুরের মতলব উত্তর থানা। ছবি : এনটিভি

চাঁদপুরের মতলব উত্তরে পুকুরে ডুবে সামিউল (৪) ও সামিয়া (৩) নামে আপন দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ফরিদকান্দি গ্রামের বেপারি বাড়িতে এই ঘটনা ঘটে। সামিউল ও সামিয়া ওই বাড়ির মো. পারভেজ হাসানের সন্তান।

অপরদিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর খামারবাড়ির পুকুরে ডুবে বায়জিদ (৪) নামের এক  শিশুর মৃত্যু হয়েছে। 

মা কুলসুমা বেগম জানান, সকালে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় বায়জিদ। পরে দুপুরে তার মৃতদেহ ভেসে উঠে। 

মতলব দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সামিউলের স্বজন জানায়, প্রতিদিনের ন্যায় বিকেলে বাড়িতে খেলা করছিল সামিউল ও সামিয়া। খেলতে গিয়ে এক সময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুকুরে পানিতে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদের মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিুশুর মৃত্যু হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।