নাটোর-১ আসনের সংসদ সদস্য

‘খরচের এক কোটি ২৬ লাখ টাকা যেভাবেই হোক তুলব’

Looks like you've blocked notifications!
নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : এনটিভি

স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচিত নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। তিনি বলেছেন নির্বাচনে তাঁর খরচ হয়েছে এক কোটি ২৬ লাখ টাকা। আর এই টাকা যেভাবেই হোক তিনি তুলবেন।

নিজ নির্বাচনি এলাকা লালপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে প্রকাশ্যে তাঁর এ বক্তব্য আলোড়ন তুলেছে সব মহলে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু উপস্থিত ছিলেন। যদিও তাঁর এ বক্তব্যের সময় নির্বাক ছিলেন কর্মকর্তা ও নেতারা।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘আমার পাঁচটা বছরের (২০১৪-২০১৮) বেতন-ভাতার টাকা ছাড়া কোনো সম্পদ ছিল না। আগামীতেও থাকবে না। এবার (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে) এক কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। এটা আমি তুলব। যেভাবেই হোক তুলবই। এটুকু অন্যায় আমি করব। আর করব না।’

এ সংসদ সদস্য আরও বলেন, ‘ওই সময় এক টাকাও খরচ হয়নি আমার। শুধু ব্যাংকে ২৫ লাখ টাকা জমা রাখতে হয়, ওটা রেখেছি। এক টাকাও খরচ নেই, ২৫ লাখ টাকা তুললাম। ২৭ লাখ টাকা দিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি কিনলাম। চাইলে এক কোটি টাকা দিয়ে কিনতে পারতাম। আমার যখন টাকা নাই তখন ২৭ লাখ টাকা দিয়ে কিনেছি। এবার আমি কিনব, ওই টাকা দিয়ে কিনব। ওই যে টাকা, ওই টাকা তুলে নিব আমি। খালি এক কোটি ২৬ লাখ টাকা তুলব।’

গতকাল বুধবার সংসদ সদস্য আবুল কালাম আজাদের বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই।

তবে সংসদ সদস্য আবুল কালাম আজদকে মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।