পুলিশের সোর্স হত্যা, পলাতক দুই আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
হ্যান্ডকাফের ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় ২০২১ সালে পুলিশের সোর্স আসিফকে চাকু মেরে হত্যা করা হয়। ওই ঘটনায় পলাতক দুই আসামি আলমগীর (৩১) ও রাজিবকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাতে রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন।

শামীম হোসেন বলেন, ‘২০২১ সালে রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় পুলিশের সোর্স আসিফকে নৃশংসভাবে চাকু মেরে চাঞ্চল্যকর হত্যা করা হয়। এ হত্যা মামলার প্রধান আসামি জিন্নাত আলীর সঙ্গে মিলে তারা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। আধিপত্য বিস্তারের জন্য তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করছিল। তাদের মাদক কারবারে যারাই বাধা সৃষ্টি করত, তাদের ভয়ভীতি দেখাতো। খিলগাঁও থানা পুলিশের সোর্স মৃত আসিফ তার কয়েকজন সহযোগীকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। এতে আলমগীর ও রাজিবসহ তাদের গ্রুপের অন্যান্য সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আসিফকে হত্যা করার পরিকল্পনা করে।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের ১৫ এপ্রিল রাতে খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকায় জিন্নাত এবং তার সহযোগী আলমগীর ও রাজিবসহ আরও বেশ কয়েকজন অবস্থান নেয়। এরপর তারা আসিফকে মোবাইলে ডেকে নিয়ে আসে। আসিফ মেরাদিয়া নয়াপাড়াস্থ সাকিবুল হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এলে আগে থেকে ওৎপেতে থাকা আলমগীর ও রাজিবসহ তার সহযোগীরা আসিফকে ঝাপটে ধরে ধারাল চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। আসিফ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আসিফকে তার স্বজনরা ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে ও পাঁচ থেকে ছয় জনকে অজ্ঞাত আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন।