চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

Looks like you've blocked notifications!
প্রতীকী ফাইল ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদে জুতার সোল তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল ৪টার দিকে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে কীভাবে সূত্রপাত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমের ফায়ারকর্মী শিবলী সাদিক বলেন, কোরিয়ান মালিকানাধীন ‘র‍্যাং দ্য ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ছুটির দিন হওয়ায় কারখানায় কোনো কর্মী ছিলেন না। ফলে হতাহতের ঘটনাও ঘটেনি। দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।