মাগুরায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
মাগুরার শালিখা যাত্রীবাহী বাসের চাপায় দুই নারীসহ অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহরা হলেন যশোরের নারকেলবাড়িয়া গ্রামের কালিপদ শিকদারের ছেলে মধু শিকদার, একই গ্রামের নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে ও নিতাই দের স্ত্রী নিরুপমা রানী দে।
স্থানীয়দের বরাত দিয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, নিহতরা যশোরের বাঘারপাড়া থেকে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় মাগুরার ছয়ঘরিয়ার হাজাম বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জে এম পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন বাসের আরও অন্তত ১০ জন যাত্রী। তাদেরকে মাগুরা ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।