গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে নিহত বেড়ে ১৭

Looks like you've blocked notifications!
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ কুদ্দুস খান (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।

আজ শনিবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন কুদ্দুস খানের মৃত্যু হয়। নিহত কুদ্দুসের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জে।  

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

ডা. মো. তরিকুল ইসলাম বলেন, ‘শনিবার ভোর সাড়ে চারটার দিকে আইসিইউর ১৩ নম্বর বেডের রোগী কুদ্দুস খানের মৃত্যু হয়। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে ১৭ জনের মৃত্যু হলো।’

গত ১৩ মার্চ সন্ধ্যায় কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, ওইদিন সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। বাড়ির লোকজন সেটি রাস্তায় ফেলে দিলে বিস্ফোরণ ঘটে।