রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী কিশোর নিহত

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া রেলগেটে ট্রেনের ধাক্কায় মোয়াজ নামে প্রতিবন্ধী এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) সকালে তাকে ঢাকা মেডিকেলের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত মোয়াজ ৯০ নম্বর পশ্চিম নাখালপাড়ার মো. ইয়াহিয়া শরীফের ছেলে।

পুলিশ জানিয়েছে, তেজগাঁওয়ের নাখালপাড়া বড় মসজিদের পাশেই পরিবারের সঙ্গে থাকতেন মোয়াজ। সে ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধী। সকালে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন মোয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।