দেশের মানুষ সুখে থাকুক বিএনপি তা চায় না : মুক্তিযুদ্ধমন্ত্রী

Looks like you've blocked notifications!
মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি

বাংলাদেশের মানুষ সুখে থাকুক ভালো থাকুক এটা বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শনিবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শন এসে এই মন্তব্য করেন মন্ত্রী।

বিএনপির মহাসচিবের নির্বাচনের আগে ‘পাকিস্তান সময়ে ভালো ছিলাম’ এই বক্তব্যে পাল্টা প্রশ্ন করে মোজাম্মেল হক জানতে চান, কোন বিষয়ে কোন সুযোগে ভালো ছিলেন? এখন সেই ধারাবাহিকতায় গত ১০ দিন ধরে কি বলে? যেহেতু পেঁয়াজের দাম কমেছে, জিনিসপত্রের দাম কমেছে, মানুষ একটু স্বস্তিতে আছে, এখন তারা ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। দেশের মানুষ ভালো থাকুক তারা তা চায় না।’ 

বিএনপির আরও সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল এ দেশে শোষণ মুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ তৈরি করা। সেটা যেন না হয় সেজন্য এখনও তারা পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে নানা সমালোচনা করেন।’ এসময় তিনি মুক্তিযুদ্ধের সব স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ ওপর জোর দেন।

মুক্তিযুদ্ধের সংগঠক ও কালিহাতীর-৪ আসনের সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান আব্দুল কাদের সিদ্দিকী। এতে আরও বক্তব্য দেন টাঙ্গাইল সদর, টাঙ্গাইল-২ ও টাঙ্গাইল-৭ আসনের সংসদসহ বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক, জেলা প্রশাসক। বক্তারা টাঙ্গাইলে বঙ্গবন্ধুর হাতে কাদেরিয়া বাহিনীর অস্ত্র সমর্পণের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরটি মিউজিয়ামের রূপান্তরের দাবি জানান।