অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, হিলিতে অভিযান

Looks like you've blocked notifications!
দিনাজপুরের হিলিতে অবৈধ কারখানা গড়ে তুলে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে আজ শনিবার অভিযান চালান উপজেলা ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

দিনাজপুরের হিলিতে গড়ে উঠেছে অবৈধ সেমাই কারখানা। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। পরে অভিযান চালান উপজেলা ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি কারখানার মালিককে জরিমানা করেন ৮৫ হাজার টাকা। জানানো হয়, এই অভিযান অব্যাহত থাকবে।

হিলি উপজেলার দেবখণ্ডা এলাকায় আজ শনিবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি কারখানাকে জরিমানার পাশাপাশি আরও একটি কারখানা সিলগালাও করে দেন আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, একটি লাইসেন্স দিয়ে দুটি কারখানা পরিচালনার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। এমন অভিযোগ পেয়ে ওই এলাকার রিমা লাচ্ছা সেমাই কারখানা মালিককে ৫০ হাজার টাকা ও লাইসেন্স না থাকায় আকাশ লাচ্ছা সেমাই কারখানা মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অমিত রায় আরও জানান, আকাশ লাচ্ছা সেমাই কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।