মন্ত্রিসভার বৈঠক শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

গুজব ঠেকাতে প্রয়োজনে ফেসবুক-ইউটিউব বন্ধ রাখা হবে

Looks like you've blocked notifications!

প্রয়োজন হলে কিছু সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ রোববার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, 'গুজব প্রতিরোধ ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কাছে অভিযোগ জানানো হয়। তবে, আমাদের দেশে তাদের অফিস না থাকার কারণে বিভিন্ন বিষয়ে আমাদের সুপারিশ তারা শোনে না। তারা যে শুনছে না সেটা আমরা পাবলিকলি প্রচার করব। প্রয়োজন হলে এগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে।

মন্ত্রী আীও বলেন, আন্তর্জাতিক সংস্থাকে আগে প্রোপার নোটিফাই করব, আমাদের অভিযোগ যথাযথভাবে আমলে না নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এসব ক্রাইম, গুজব অব্যাহত রাখছে এবং তাদের পক্ষ থেকে এগুলো প্রতিরোধে কোনো উদ্যোগ নেই। তারা আমাদের অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে না।