সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল

Looks like you've blocked notifications!
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের ছবি ফেসবুকে ভাইরাল ভিডিও থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ম্যাকানিজমের দাবি করে দেওয়া বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। সাড়ে চার মিনিটের ওই বক্তব্যে তিনি দাবি করেছেন, ম্যাকানিজম করে তাকে হারানো হয়েছে।

গতকাল শনিবার (৩০ মার্চ) বিকেলে রোশন আলী মাস্টার ওমরা হজ পালনের উদ্দেশে মক্কা গমন উপলক্ষে দেবিদ্বার পৌর এলাকার তার নিজ বাসভবনে একটি ইফতার মাহফিলে ওই বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলও উপস্থিত ছিলেন। 

ভাইরাল বক্তব্যে রোশন আলীকে বলতে শোনা গেছে, ‘ভোটে আমরা হারিনি, ম্যাকানিজম করে হারানো হইছে। যেকোনো কারণে আমরা রেজাল্ট নিতে পারেনি, ৮২ হাজার ভোট কি কম? এগুলোর অনেক ইতিহাস, এগুলো আপনারা বুঝবেন না, আপনাদের ভাইঙা বুঝাইতে অইব।’

রোশন আলী আরও বলেন, ‘যাদেরকে আমি নেতা বানাইছি, তারা আমারে এখন চেট (আঞ্চলিক গালি) দিয়াও গোনে না। আমাদের দলে অনেক মীর জাফর আছে। এগুলো যুগ যুগ ছিল, থাকবে। তারা যদি ভালো হয়ে যায়, আমরাও ভালো হইয়া যাইব। আর হজ থেকে এসে যদি দেখি ভালো হয় নাই, তাহলে মাঠে নাইম্যা পড়ব।’ 

এমন বক্তব্যের পর ক্ষোভে ফুঁসে ওঠেন বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতাকর্মীরা। তার এ বিতর্কিত বক্তব্যে তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতার বক্তব্য প্রত্যাহারের পাশি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও অব্যাহতির দাবি জানান। 

দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবীর বলেন, এমন বক্তব্যে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগকে হাস্যরসে পরিণত হচ্ছে। 

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের সঙ্গে বারবার চেষ্টার পরও যোগাযোগ সম্ভব হয়নি।

এর আগেও রোশন আলোচনায় এসেছিলেন। ২০২১ সালের ২৭ ডিসেম্বর তার সঙ্গে বিএনপিনেতা দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রহুল আমিনের অডিও ফোনালাপ ফাঁস হলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। ওই অডিও কলেও তিনি আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর কথা বলেন। এর প্রতিবাদে সাবেক সংসদ সদস্য রাজী ফখরুলের নেতাকর্মীরা রোশন আলীর মাস্টারের পদত্যাগের দাবিতে ঝাঁড়ু ও জুতা মিছিল এবং তার কুশপুত্তলিকা দাহ করেন।