এবারের উপজেলা নির্বাচন সর্বজনীন হবে : বাহাউদ্দীন নাছিম

Looks like you've blocked notifications!
আজ সোমবার দুপুরে মাদারীপুর শহরে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে আ ফ ম বাহাউদ্দীন নাছিম। ছবি : এনটিভি

আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় মার্কা না থাকায় এবারের নির্বাচন সর্বজনীন হবে। পাশাপাশি নিজ এলাকায় নির্বাচনে কোন সংসদ বা মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে দলের উপদেশকে অমান্য করা হবে।

আজ সোমবার (১ এপ্রিল) দুপুরে মাদারীপুর শহরে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে আ ফ ম বাহাউদ্দীন নাছিম এ মন্তব্য করেন।

আ ফ ম বাহাউদ্দীন নাছিম আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি স্পষ্ট করে সকল নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়েছেন।

ঢাকা-৮ আসনের এই এমপি আরও বলেন, মির্জা ফখরুলরা সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে। সাম্প্রদায়িক রাজনীতি করে যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায় যারা, সেই অশুভ শক্তির সাথে মির্জা ফখরুলদের সব চাইতে ভালো মিত্রতা।

এসময় বিএনপির সমালোচনা করে আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, দুর্নীতি সন্ত্রাস এগুলোই তাদের নীতিতে পরিণত হয়েছে। বিগত দিনে এগুলোই তাদের অর্জন। এসময় তিনি বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবির সমালোচনা করে বলেন, যারা বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ চায় তারা কি বুয়েটকে আলাদা উপত্যকা বানাতে চায়? যারা স্বাধীনতা বিরোধী তারাই বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায়। বুয়েটে ছাত্র-শিক্ষকরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম বজলুর রহমান মন্টু খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন প্রমুখ।