সাভারে তেলের ট্যাংকার উল্টে প্রাইভেটকারসহ পাঁচ গাড়িতে আগুন, নিহত ১

Looks like you've blocked notifications!

সাভারের হেমায়েতপুরে তেলের ট্যাংকার উল্টে লাগা আগুনে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এ সময় একজন নিহত ও তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে তেলবাহী একটি ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। এ সময় ট্যাংকারের পেছনে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অ্যাম্বুলেন্স ও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। হতাহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।’