কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায় : বেনজীর

Looks like you've blocked notifications!
সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে মুখ খুলেছেন। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সবাইকে তিনি ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন।      

ফেসবুক স্ট্যাটাসে বেনজীর আহমেদ লেখেন, “দু-একজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য্য ধরুন। ঘোষণাই তো আছে—‘কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায়’।”

বেনজীর আহমেদ পুলিশের ৩০তম মহাপরিদর্শক ছিলেন। তিনি ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।