সাড়ে ১২ মণ জেলিযুক্ত চিংড়ি মাটিচাপা

Looks like you've blocked notifications!
জেলিযুক্ত চিংড়ি জব্দ করে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনে মাটিচাপা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৫০০ কেজি (১২.৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করে মাটিচাপা দিয়েছে সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

মৎস্য কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত মধ্যরাতে হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনা থেকে চট্টগ্রামগামী দিদার পরিবহণ নামে যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। ওই বাসে থাকা ১০টি ককসিটের বক্স থেকে ৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

মৎস্য কর্মকর্তা আরও বলেন, জব্দ করা জেলিযুক্ত চিংড়ি দুপুরে কোস্ট গার্ড স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্ট গার্ড সদস্যরা।