ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০

Looks like you've blocked notifications!
ডেঙ্গু ওয়ার্ডের ফাইল ছবি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক হাজার ৭২৯ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন ঢাকা ও চারজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা এক হাজার ৬৪১ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।