চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত 

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে আজ বুধবার (৩ এপ্রিল) ভোর রাতে বিএসএফ'র গুলিতে সাইফুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সাইফুল গোমস্তাপুর উপজেলার আক্কেলপুর নগরপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত এলাকা রোকনপুর সীমান্তের ১১৯/৮৮ নম্বর পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে ৭ থেকে ৮ জন বাংলাদেশি ভারতের চকচকিয়া মাঠে প্রবেশ করে। এ সময় ভারতের ১৫৯ ইটঘাটি বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সাইফুলের মরদেহ ভারতের তিন কিলোমিটার অভ্যন্তরে রয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত একজন পালিয়ে এসে রাজশাহীতে চিকিৎসা নিচ্ছেন।

গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ঘটনাটি নিহত সাইফুল ইসলামের পরিবারের কাছ থেকে শুনেছি।

এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ককে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।