কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে টাকাসহ মালামাল চুরি

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্টের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্টের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিননগর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখেন জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। কমপিউটার, সিসিটিভি, ডিভাইসসহ মালামালও চুরি হয়েছে। আলমারিও অগোছালো। সিসিটিভির ভিডিও ফুটেজও নেই। রাতের কোনো এক সময় ব্যাংকের জানালার গ্রিল কেটে চোর চক্র ভেতরে প্রবেশ করে চুরির এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইসলামী ব্যাংকের ওই এজেন্ট শাখার একটি জানালার গ্রিল কাটা। ভল্টের তালা ভাঙা, সিসিটিভি ক্যামেরা নেই। অগোছালো আলমারি। উৎসুক জনতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, চুরির ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।